হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা আজ বৃহস্পতিবার রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সেখানে জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানেই তাকে দাফন করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন নানুপুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবুনগরীর মৃত্যুর পর তার জানাজা-দাফনের বিষয়ে হেফাজতের শীর্ষ নেতারা ও হাটহাজারী মাদ্রাসা শিক্ষকরা বৈঠকে বসেন। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও এর আগে হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্লাহ জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টায় তার জানাজা হবে। এর আগে আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।
হেফাজত ইসলামের ঢাকা মহানগরের কেন্দ্রীয় নেতা মুফতি মো. ফয়জুল্লাহ বলেন, গতকাল বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েন বাবুনগরী। আজ বুধবার সকালে হাটহাজারী মাদ্রাসা থেকে বাবুনগরীকে চট্টগ্রাম শহরের বেসরকারি হাসপাতাল সিএসটিআরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।