ফেসবুক গ্রুপ “অল ইন ওয়ান প্লাটফর্ম” এর আয়োজনে  বৃহস্পতিবার অসহায় এবং ছিন্নমূল মানুষের জন্য দুই টাকার বিনিময়ে এক প্যাকেট করে খাবার বিতরণ করা হয়। দুঃস্থ এবং অসহায় মানুষ দুই টাকার বিনিময়ে এক প্যাকেট সুস্বাদু খাবার পেয়ে খুবই আনন্দিত হন। “অল ইন ওয়ান প্লাটফর্ম-একের ভিতরে সব” ফেসবুক গ্ৰুপের আয়োজনে এই “দুই টাকার আহার” কর্মসূচি প্রতি মাসে দুইবার করে অনুষ্ঠিত হয়ে থাকে। দুই টাকায় আহার” কর্মসূচিতে উপস্থিত ছিলেন গ্ৰুপের সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্য কামরুন্নাহর লুনা, একরামুল কবির মামুন, আয়েশা ইরা, ইলোরা লেয়া, নিপা আক্তার এবং ইসরাত আরা, চিফ এডমিন নাজনীন খান কেয়া, জামিল আহমেদ এবং শেখ পাপ্পুসহ এডমিন প্যানেলের অনেকেই উপস্থিত ছিলেন।