গাজীপুরে ১৬ কেজি গাঁজাসহ দুই সহোদর বোনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ। গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বুধবার মধ্যরাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার বাগানবাড়ি উত্তরপাড়া এলাকার মোঃ গোলাম মিয়ার মেয়ে সালমা আক্তার (২৫) ও আসমা আক্তার (২০)। সালমা আক্তারের স্বামী সুমন মিয়া ও আসমা আক্তারের স্বামী সজল মিয়ার বাড়িও একই এলাকায়।
গাজীপুর মেটোপলিটন পুলিশের সদর থানার এস আই মঞ্জু মিয়া জানান, ওই দুই বোন বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাঁজা বিক্রির উদ্দেশ্যে গাজীপুর শহরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। এ গোপন গোপন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের হাতে থাকা প্লাষ্টিকের বস্তা তল্লাশি করে ১৬ কেজি গাঁজা জব্দ ও তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে গাজীপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদকালে জানিয়েছে।