গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে চার জনকে অর্থদন্ড ও খেলাপী এক কারখানার সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ অভিযানকালে আদালত প্রায় ৬শ’ অবৈধ আবাসিক ও প্রায় দেড় কিলোমিটার গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে। এসময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও জব্দ করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, গাজীপুরের বিভিন্ন এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠাণ ও বাসা বাড়ীতে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিপদজনকভাবে গ্যাস ব্যবহার করছে। এসব অবৈধ সংযোগের গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী এর নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রীপুর উপজেলার কেওয়া পুর্ব ও দক্ষিণখন্ড এলাকার ৯টি পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানকালে আদালত অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে স্থানীয় চারজনকে ৬২ হাজার টাকা জরিমানা এবং দক্ষিণ ভাংনাহাটি এলাকার খেলাপী গ্রাহক মেসার্স ইউনিলিয়ান্স টেক্সটাইলস লি. কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় প্রায় ৩শ’ বাসা বাড়ির প্রায় ৬শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত প্রায় দেড় কিলোমিটার পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়। অভিযানকালে চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
তিনি জানান, অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। স্থানীয় অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন বাসা বাড়ীর মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ প্রদান করে।
অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপব্যবস্থাপক প্রকৌ. এস. এম. আবু সুফিয়ান, প্রকৌ. মির্জা শাহ নেওয়াজ লতিফ ও মোঃ মোশারফ হোসেন, সহকারী প্রকৌ. কে. এইচ. ফয়সাল আহমেদ উপ-সহকারি প্রকৌশলী মো. সাবিনুর রহমান ও মজিবুর রহমান, রাজস্ব উপশাখার সহকারি ব্যবস্থাপক আমজাদ হোসেন সহ টেকনিক্যালটিম উপস্থিত ছিলেন।