জাতীয় শোক দিবস সুষ্ঠু ও সফলভাবে পালনের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড, থানা, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ১৫০টি গরু বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর সিটি মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিজ উদ্যোগে নগরীর ছয়দানাস্থ বাসভবন প্রাঙ্গনে এসব গরু বিতরণ করা হয়। একই সঙ্গে শোক দিবসের অনুষ্ঠানের ব্যয় নির্বাহের জন্য প্রতিটি ওয়ার্ডে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।

তবে লোকসংখ্যা ও আয়তন বিবেচনায় কোনো কোনো ওয়ার্ডে একাধিক গরু বিতরণ করা হয়েছে। শোক দিবস উপলক্ষে সকালে দোয়া আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন। এসময় মহানগর আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, অ্যাডভোকেট আমাজদ হোসেন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মোকসেদ আলম, সহ দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেন গাজীপুরীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউন্সিলর দিলেন ১৫ গরু ১৮ খাসি
অপরদিকে, জাতীয় শোক দিবস পালনে এদিন সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিল ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য আব্দুল্লাহ মামুন মন্ডল নিজ উদ্যোগে ১৫টি গরু ও ১৮টি খাসি বিতরণ করেছেন। গাজীপুর মহানগরীর বোর্ডবাজারে নিজ কার্যালয়ে ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন। এসময় দলের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

কাপাসিয়ায় কৃষকলীগের দু’কেন্দ্রীয় উপদেষ্টা দিলেন ১৫টি গরু
এদিকে গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় অসহায়, এতিম ও দুঃস্থ মানুষের মাঝে ১৫টি গরুর গোস্ত বিতরণ করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার বিকেলে উপজেলার টোক নয়ন বাজার বণিক সমিতি কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের যৌথ উদ্যোগে ওই ১৫টি বিতরণ করেন। গরু বিতরণ অনুষ্ঠানে দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।