গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত এক বন্দি শনিবার মারা গেছেন। তার নাম লিয়াকত আলী (৭২)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার রামচন্দ্রপুর গ্রামের জমির শেখের ছেলে।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, এ কারাগারে বন্দি মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী লিয়াকত আলী শনিবার সকাল ৯টার দিকে কারাগারের ভিতর হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তিনি আরো জানান, ময়মনসিংহের তারাকান্দা থানার একটি হত্যা মামলায় জেলা জজ আদালত ২০১৯ সনের ২০ মার্চ লিয়াকত আলী ও তার ছেলেকে মৃত্যুদন্ডের আদেশ দেন। ওইসময় তিনি ময়মনসিংহ জেলা কারাগারে ছিলেন। একই বছরের ৬ মে লিয়াকত আলীকে ময়মনসিংহ জেলা কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের একই সেলে ছেলের সঙ্গে বন্দি ছিলেন।