গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার ও মহিলা কারাগারের জেল সুপার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কারগারে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় কারাবন্দীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১এর ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, এ কারাগারের জেলার রিতেশ চাকমার সর্দি ও কাশিসহ করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দেওয়ায় পরীক্ষার জন্য তার নমুনা দেওয়া হয়। নমুনা পরীক্ষার ফলাফলে বৃহষ্পতিবার করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকেই তিনি বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে কারাগারের বন্দিরা সুস্থ্য রয়েছেন, আতংকিত হওয়ার কিছু নেই। কারাভ্যন্তরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। করোনা সংক্রমণ রোধে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রয়েছে।
এদিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার এর জেল সুপার হালিমা খাতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহষ্পতিবার তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কারাগারের ভারপ্রাপ্ত জেলার সৈয়দ শাহ শরীফ।
এর আগে গত ২৬ জুলাই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২এর কনডেম সেলে বন্দি বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার ফাঁসির দন্ড প্রাপ্ত আসামি ব্রিগেডিয়ার (অব:) আব্দুর রহিম করোনা ভাইরাসে আক্রান্ত হন। তাকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হিসেবে আবদুর রহিম ফাঁসির সেলে একাই থাকতেন। একা থাকার পরও তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ায় কর্তৃপক্ষের ও কারাবন্দীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কারা অভ্যন্তরে যেন করোনার বিস্তার কঠোরভাবে রোধ করা যায়, সে জন্য আরও সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারাগারে করোনা সংক্রমণ রোধে বন্দীদের সঙ্গে সাক্ষাৎ বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে তারা ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে পারছেন।