গাজীপুরে শ্রীপুরের এক কলোনীতে শনিবার মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কলোনীর ৩৭টি ঘর মালামালসহ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা আগুন নেভায়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান, গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিন খন্ড এলাকায় (ফখরুদ্দীন টেক্সটাইল মিলস সংলগ্ন) ওসমান গণির মালিকানাধীন কলোনীতে বিভিন্ন কারখানার শ্রমিকসহ স্বল্প আয়ের লোকজন বাস করে। ঈদের ছুটিতে এ কলোনীর বাসিন্দাদের প্রায় সবাই তাদের ঘর তালাবদ্ধ করে গ্রামের বাড়ি চলে যায়। শনিবার দিবাগত রাত ১২ টার দিকে ওই কলোনীর একটি ঘরে আগুনের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন পার্শ্ববর্তী কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। আগুনের লেলিহান শিকা দেখে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের শ্রীপুরের মাওনা ষ্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘন্টা চেষ্টার পর তারা আগুন নেভাতে সক্ষম হন। আগুনে টিভি, ফ্রিজ ও বিভিন্ন মালামালসহ ওই কলোনীর ৩৭টি ঘর পুড়ে গেছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিটের কারণে এ অগ্নিকান্ডের সূত্রাপাত হয়েছে। ঘরগুলো আকারে ছোট হওয়ায় এবং তালাবদ্ধ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।