পাবনায় গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে ৭ জন। এ সময়ে আক্রান্ত হয়েছে ১৮৬ জন।
পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন। মৃত ব্যক্তিরা হলেন, পাবনা শহরের রাধানগর মহল্লার হাতেম আলীর ছেলে সিরাজুল ইসলাম (৬৫), শানিকদিয়ারের হামিদ মন্ডলের ছেলে মনিরুল ইসলাম (৭৩) ও মাহমুদপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে মজনু (৫০)। নিহতরা করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পাবনার আরও ৩ জন। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
অন্যদিকে পাবনার বেড়া উপজেলার পৌর এলাকার বনগ্রাম দক্ষিণ মহল্লার বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৭৪) করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘ ২০ বছর পবিত্র মক্কা শরীফের খাদেম হিসেবে কাজ করেছেন।
পাবনার সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, গেল ২৪ ঘন্টায় পাবনায় ১৮৬ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. সালেহ মোহাম্মদ আলী জানান, হাসপাতালে করোনা রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার সকালে ১০০ বেডের বিপরীতে ১১২ জন রোগী ভর্তি হয়েছে। মারা গেছে উপসর্গ নিয়ে ৩ জন। করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ও নার্সরা।
সহকারী পরিচালক আরও জানান, মহামারী করোনার দ্বিতীয় ঢেউতে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গ নিয়ে নারী ও পুরুষ মিলে মৃতের সংখ্যা ২৭ জনের এসে দাঁড়িয়েছে।