গাজীপুরে বন্ধুদের সঙ্গে বর্ষার পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক মাদ্রাসার ছাত্র রবিবার নিহত হয়েছে। তার নাম- মোঃ সিয়াম (১৫)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী পূর্ব থানাধীন নোয়াগাঁও ষ্টেশন রোড এলাকার আব্দুর রবের ছেলে এবং স্থানীয় নেছারিয়া মাদ্রাসার ছাত্র।
ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের লীডার আব্দুল জলিল ও নিহতের স্বজনরা জানান, রবিবার বেলা ১২ টার দিকে বর্ষার পানিতে গোসল করতে ৩/৪ জন বন্ধুর সঙ্গে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন চিলাই নদীর শাখা ইছালী খালে যায় সিয়াম। সেখানে বন্ধুদের সঙ্গে ব্রীজের পাশে গভীর পানিতে নামার সঙ্গে সঙ্গেই তলিয়ে যায় সে। এসময় অন্য বন্ধুরা পাড়ে উঠে এলেও তার খোঁজ পাওয়া যায় নি। বন্ধুরাসহ স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায় নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের ডুবুরীরা বেশ কিছুক্ষণ তল্লাশি অভিযান চালিয়ে বিকেল পৌণে ৩টার দিকে পানির নীচ থেকে সিয়ামের মৃত দেহ উদ্ধার করেন। সে সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানায় সে গভীর পানিতে তলিয়ে মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।