গাজীপুর মহানগরীতে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা চালু করা হয়েছে। রবিবার দুপুরে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা মোঃ হিরা সরকারের উদ্যোগে নগরীর চান্দনা হাইস্কুল মাঠে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

যুবলীগ নেতা হিরা সরকার জানান, যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে গাজীপুর মহানগরী এলাকায় করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দেওয়ার জন্য নগরীর ৮টি থানা এলাকায় ৮টি এ্যাম্বুলেন্স এবং ৫৭টি ওয়ার্ডে শতাধিক অক্সিজেন সিলিন্ডার ২৪ ঘন্টা প্রস্তুত রাখা হয়েছে। হটলাইনের (০১৭১৩-৮৩০১৩০) নম্বরে ফোন করলেই যুবলীগের স্বেচ্ছাসেবী কর্মীরা সেবা দিতে এ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনায় আক্রান্ত রোগীর বাসায় তাৎক্ষণিক পৌঁছে যাবেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা হিরা সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগ নেতা আলমগীর হোসেন, রাশেদ আলম, আরিফ হোসেন, মশিউর রহমান সায়মন হোসেন, সাইফুল ইসলাম সাজিদ, জুয়েল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।