করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৬২৬ জনে। মৃত্যুর হার ১.৫৯%। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন। ফলে করোনায় দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে। এপর্যন্ত শনাক্তের হার ১৩.৪৮ শতাংশ। রোগী শনাক্তের এই সংখ্যা গত দুই মাসের তুলনায় সবচেয়ে বেশি।
সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মৃতদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ২২জন নারী। দেশে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একদিনে নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্ত ১৯.২৭ শতাংশ।
নতুন ২হাজার ৮শত ২৭ জন সহ এ পর্যন্ত সুস্থ ৭লাখ ৮৫হাজার ৪শত ৮২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১.৭৩ শতাংশ এর আগে রোববার (২০ জুন) করোনা আক্রান্তে মৃত্যু হয়েছিল ৮২ জনের এবং শনাক্ত হয়েছিল ৩ হাজার ৬৪১ জন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।