গাজীপুরে রবিবার দুপুরে মোটরসাইকেল ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়ার্কশপের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তার নাম- শাহীন আলম (১৬)। সে সিরাজগঞ্জের চৌহালী থানার আখ শিমুলিয়াসোল এলাকার আব্দুস সামাদের ছেলে।
জিএমপি’র সদর থানার এসআই জহিরুল ইসলাম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এলাকায় ঢাকা-গাজীপুর সড়ক সংলগ্ন জহির মার্কেটের বংশাল সিট রিপিয়ারিং নামের একটি মোটরসাইকেল ওয়ার্কশপে কাজ করতো শাহীন আলম ও তার ভাই শাহাদত হোসেন। রবিবার দুপুরে বৈদ্যুতিক ওয়াশিং মেশিন (স্প্রে) দিয়ে একব্যক্তির মোটর সাইকেল পরিষ্কার করছিল শাহীন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শাহীনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।