গাজীপুর শহরের আবাসিক এলাকা থেকে ‘কিশোর অপরাধী’ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ‘রাউডি’ ও ‘সামুরাই’ নামের তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ কমিশনার জাকির হাসান (অপরাধ) এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর মহানগরের সদর থানাধীন বাঙ্গালগাছ এলাকার ফরহাদ হোসেনের ছেলে মোঃ শাকিল (১৬), একই থানাধীন ভুরুলিয়া তিন রাস্তার মোড় এলাকার মোঃ সেলিমের ছেলে সাজ্জাদ রহমান সাব্বির (১৮), দক্ষিণ ছায়াবিথী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে রাশেদুল আলম হৃদয় (১৬), একই এলাকার মানিক মাহবুবের ছেলে সাজেদুল করিম চৌধুরী (১৫) ও ময়মনসিংহের ত্রিশাল থানাধীন ভাটিনাগড়া এলাকার হাসান আলীর ছেলে ইমতিয়াজ আহমেদ (১৬)।

জিএমপি’র উপ-কমিশনার জাকির হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জেলা শহরের দক্ষিণ ছায়াবিথী আবাসিক এলাকা হতে ৫জন কিশোর অপরাধীকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি ‘রাউডি’ ও একটি ‘সামুরাই’ নামের তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তারা অপরাধ ঘটনা ঘটানোর উদ্দেশ্যে সেখানে জড়ো হচ্ছিল। গ্রেফতারকৃতরা সবাই স্থানীয় ‘কিশোর অপরাধী’ চক্রের সদস্য। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।