রাশিয়া ভ্রমণে যাওয়া বিদেশিদের বিনামূল্যে কোভিড-১৯ এর টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।গতকাল শুক্রবার সেন্ট পিটার্সবুর্গ ইকোনোমিক ফোরামে এক ভাষণে পুতিন বলেন, মস্কো নিজেদের স্পুৎনিক ভি টিকার মাধ্যমে বিশ্বে নিজেদের খ্যাতি আরও বাড়াতে চায়।
রয়টার্স’র প্রতিবদেনে জানানো হয়, ওই অনুষ্ঠানে পুতিন বলেন, ‘অনেক মানুষ টিকা নিতে রাশিয়া আসছেন। আমি সরকারকে এ মাসের মধ্যে বিষয়টি নিয়ে পুরোপুরি গবেষণা করার আহ্বান জানাচ্ছি। যাতে আমাদের দেশে আসা বিদেশি নাগরিকরা বিনামূল্যে কোভিড টিকা নিতে পারেন।’
বিশ্বের অন্তত ৬৬টি দেশ রাশিয়ার তৈরি কোভিড-১৯ এর টিকা স্পুৎনিক ভি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি (ইএমএ) স্পুৎনিক ভি অনুমোদনের বিষয়টি পর্যবেক্ষণ করছে।
যদিও উন্নত অনেক দেশের তুলনায় খোদ রাশিয়াতে গণটিকাদান কার্যক্রমে গতি কম। গত সপ্তাহে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তারা রাশিয়ার প্রায় সাড়ে ১৪ কোটি মানুষের মধ্য মাত্র ১ কোটি ৭০ লাখ মানুষকে কোভিড-১৯ এর অন্তত প্রথম ডোজ টিকা দিতে পেরেছে।