নওগাঁ শহরের মুক্তির মোড় ইডেন চাইনিজ রেষ্টুরেন্টের নৈশ প্রহরী আতাউর রহমানকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ মে) সকালে হোটেলের ভিতর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আতাউর জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার চকমহিতুল গ্রামের আহম্মদ মণ্ডলের ছেলে।

হোটেলের ম্যানেজার মুনজুরুল ইসলাম জানান, প্রতিদিনের মত শুক্রবার রাত সড়ে ১০টার দিকে হোটেল বন্ধ করে তিনি বাসায় চলে যান। সকাল সাড়ে সাতটায় হোটেলের বাবুর্চি হোটেলে এসে নিহত আতাউর রহমানকে ডাকাডাকি করলে কোন সাড়া-শব্দ পায় না। পরে বাবুর্চি তাকে বিষয়টি জানালে সে রেষ্টুরেন্টে এসে তালা ভেঙে ভেতরে ঢুকে অনেক খোঁজাখুঁজির পর কাপড়ের ভিতরে তার মরদেহ দেখতে পায়।

তিনি আরও জানান, দীর্ঘ দিন যাবত এই রেষ্টুরেন্টের নৈশ প্রহরীর কাজ করে আসছিল আতাউর। নিহত আতাউর রহমানের সাথে বাদল নামে একজন রাতে থাকতো। কিন্তু ঘটনার পর থেকে সে নিখোঁজ রয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল জানান, নিহত আতাউর এবং ওই রেষ্টুরেন্টের সহকারী রাধুনী বাদল রাতে একসঙ্গে ছিল। সকালে প্রধান রাধুনি রেষ্টুরেন্টে আসলে আতাউরের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রেষ্টুরেন্টের তৃতীয় তলা থেকে মৃতদেহ উদ্ধার করে। এ সময় নিহতের শরীরে ধারালো ছুরি দিয়ে খোঁচানোর চিহ্ন পাওয়া যায়। হত্যার পর মৃতদেহটি কাঁথা- বালিস দিয়ে ঢেকে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই ওই রেষ্টুরেন্টের রাধুনী বাদল পলাতক রয়েছে।

পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া জানান, শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনা গুরুত্বের সাথে দেখা হচ্ছে। পাশাপাশি যৌথ তদন্ত শুরু করেছে পুলিশ, সিআইডি ও পিবিআই। যদিও ঘটনায় এখনও কোন মামলা হয়নি।