গাজীপুরের কালিয়াকৈরে পরকীয়ার কারণে স্বামীকে তালাক দেয়ায় গার্মেন্টস কর্মী স্ত্রী আরজিনা আক্তার (৩৩) ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আলম এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতের নাম- রতন আলী (৩৫)। সে নওগাঁ সদর উপজেলার মুকরামপুর এলাকার মুনসুর আলীর ছেলে। পুলিশের ওই কর্মকর্তা ও স্থানীয়রা জানান, প্রায় ৪ মাস আগে গার্মেন্টস কর্মী আরজিনাকে ভালবেসে বিয়ে করেন রতন আলী। বিয়ের কয়েকদিন পর আরজিনা জানতে পারে স্বামী রতনের সঙ্গে স্থানীয় এক পোশাক কারখানার অপর এক মেয়ের অবৈধ সম্পর্ক রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়শঃ ঝগড়া বিবাদ লেগে থাকতো। একপর্যায়ে আরজিনা আক্তার গত বুধবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজারে কাজী অফিসে গিয়ে স্বামী রতন আলীকে তালাক দেন। তিনি তালাকের বিষয়টি মোবাইলফোনে রতনকে জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন। তালাক দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রতন একটি ধারালো ছুরি নিয়ে মৌচাক বাজারে আসেন। উত্তেজিত রতন স্থানীয় মৌচাক সুফিয়া হাসপাতালের সামনে আরজিনার পথরোধ করে এবং পেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হন আরজিনা। এলাকাবাসী আহত আরজিনাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায় এবং রতনকে ছুরিসহ হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আহত আরজিনার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুইদিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে আরজিনা মারা যায়। এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রতন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।