প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলায় কর্মরত সাংবাদিকরা।
খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বুধবার দুপুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে খাগড়াছড়ি জেলার ও বিভিন্ন উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দরা অংশ নেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে হামলাকারী অতিরিক্ত সচিব জেবুননেছাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল এবং রোজিনা ইসলামকে মুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন প্রতিষ্ঠাতা মো. নুরুল আজম, প্রেসক্লাবে সহ সভাপতি মো. জহুরুল আলম, সাংবাদিক এইচ.এম প্রফুল্য, নারী সাংবাদিক চিংমে প্রু মারমা, কানন আচার্য্য, দীঘিনালা উপজেলার প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী।
মিল্টন চাকমা কলিন,(মহালছড়ি)খাগড়াছড়ি প্রতিনিধি