লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ বেদে সম্প্রদায়ের ২৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ( ১৮ মে) সকালে ঐ উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় কিছু সাপসহ তাদের আটক করেন দহগ্রাম বিজিবি’র টহল দল। তবে এখনো তাদের নাম জানা যায়নি।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি’র হাতে আটক হওয়া নারী ও শিশুসহ ২৪ জনেই বেদে সম্প্রদায়ের লোক। তাদের বাড়ি ঢাকার পাশে সাভার এলাকায়। তারা বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এখন অবৈধভাবে দেশে ফিরতে গেলে বিজিবি তাদের আটক করেন।
তিনি আরও বলেন, বিজিবি তাদের যাবতীয় প্রক্রিয়া শেষে আমাদের কাছে তাদের হস্তান্তর করবেন। তারপর আমরা বিজিবি’র অভিযোগসহ সব দিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।