গাজীপুরে দু’টি পৃথক সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেলের দুই আরোহীসহ ৩জন নিহত ও ১জন আহত হয়েছেন। বুধবার এ দু’টি দূর্ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন জানান, বুধবার সকাল ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে ৩জন ব্যক্তি একটি মোটর সাইকেলযোগে পাশর্^বর্তী টাঙ্গাইলের মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ ভ্যান ওই মোটর সাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত ও অপর একজন আহত হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নগর কাওয়ালী গ্রামের বেটু খানের ছেলে শফিক (৩৬)। স্থানীয়রা আহত সজিবকে (২৬) হাসপাতালে প্রেরণ করে। আহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আক্তারামপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে।

এদিকে গাজীপুরে শ্রীপুরে বুধবার বিকেলে কাভার্ডভ্যানের চাপায় বাই-সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহতের নাম নাহিদ হাসান (২৫)। সে গাজীপুরের কালীগঞ্জ থানার ভিটিবাঘুন এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, বুধবার বিকেল তিনটার দিকে হাড়িনালের লেবু বাগান এলাকার বাসা থেকে বাই-সাইকেল যোগে গ্রামের বাড়ি যাচ্ছিল নাহিদ। পথে গাজীপুর-কালীগঞ্জের ইটাখোলা সড়কে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মারতার চরদমদমা পাঠামোাড় বিশ্বরোড এলাকায় এলাকায় পৌছলে পেছন থেকে হবিগঞ্জগামী একটি কাভার্ডভ্যান ওই যুবককে সাইকেলসহ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই যুবকটি নিহত হয়। স্থানীয়রা ধাওয়া করে কাভার্ডভ্যানটিকে চালকসহ নরুন এলাকায় আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এসময় ঘাতক গাড়িসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক কাভার্ডভ্যান চালক ওমর ফারুক (২৭) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন দোয়ালিয়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।