গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় এক গৃহবধূসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর গ্রামের মোমেন সরকারের স্ত্রী মোকলেছা বেগম (২৮) এবং রাজশাহীর বাগমারা উপজেলার খায়রা গ্রামের হাট মাধবনগর এলাকার বিধান সরকারের ছেলে বিধুস সরকার (২৩)।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, গাজীপুরের কালীগঞ্জ থানাধীন বালীগাঁও এলাকাস্থ আবুল খায়ের সিরামিক কারখানায় ইলেক্ট্রিক শ্রমিকের কাজ করতেন বিধুস সরকার। ঈদের পরদিন শনিবার দুপুরে কারখানার একটি টিন সেডে বিদ্যুতের কাজ করছিলেন বিধুস সরকার। এসময় তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নীচে পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিধুস সরকারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ রয়েছে।
এদিকে একই থানার জামালপুর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাস্টার জানান, ঈদের দিন সকালে (শুক্রবার) কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান গৃহবধূ মোকলেছা বেগম। ঈদের নামাজ পড়তে শুক্রবার সকালে বাড়ির পুরুষরা বাড়ি থেকে বের হন। এরপর গৃহবধূ মোকলেছা ঘরে কাপড় ইস্ত্রি করছিলেন। এসময় তিনি হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হন। স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে সেখানে মোকলেছাকে মুত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।