“মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা সামাজিক বন বাগান কেন্দ্রের আয়োজনে প্রচার ও প্রনোদনা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বন ও খাস জমিতে সুফল প্রকল্পের আওতায় বনায়নের জন্য পঁচিশ জন গ্রাহকের মাঝে প্রনোদনা সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, বন কর্মকর্তা ইসমাইল হোসেন, আত্রাই প্রেস ক্লাব সভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

মোঃ খালেদ বিন ফিরোজ