এসএ গেমসে স্বর্ণজয়ী মাবিয়া আক্রান্ত সীমান্ত বাংলাদেশ গেমসে নিজের রেকর্ড ভেঙেছেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস ভারোত্তোলনে ১৮১ কেজি তুলে স্বর্ণ জিতেছেন তিনি।

ময়মনসিংহের জিমনেশিয়ামে বুধবার মেয়েদের ৬৪ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি মিলিয়ে ১৮১ কেজি তুলে রেকর্ড গড়েন মাবিয়া। বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক ভেঙেছেন নিজের গড়া ২০১৮ সালের রেকর্ড। সেবার আন্তঃসার্ভিস ভারোত্তলনে ১৭৯ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন তিনি। এ ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর লিমা আক্তার স্ন্যাচে ৫৯ কেজি ও ক্লিন এন্ড জার্কে ৭৩ কেজিসহ মোট ১৩২ কেজি তুলে রুপা জিতেছেন। সিপাহীবাগ যুব সংঘের লাবনী আক্তার স্ন্যাচে ৫৬ কেজি ও ক্লিন এন্ড জার্কে ৬০ কেজি মিলিয়ে ১১৬ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন।

এদিকে, ছেলেদের ৮১ কেজি ওজন বিভাগে সুমন চন্দ্র রায় ২৬০ কেজি তুলে স্বর্ণ জিতেছেন। স্ন্যাচে ১১৩, ক্লিন এন্ড জার্কে ১৪৭ কেজি তোলেন বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক। এই ইভেন্টে ২৫৮ কেজি তুলে বাংলাদেশ সেনাবাহিনীর মনোরঞ্জন রায় রুপা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুর্জয় হাজং স্ন্যাচে ও ক্লিন এন্ড জার্ক মিলিয়ে ২৪০ কেজি তুলে ব্রোঞ্জ পেয়েছেন।

এছাড়াও ছেলেদের ৮৯ কেজি ওজন বিভাগে সোনা জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ১২৪, ক্লিন এন্ড জার্কে রেকর্ড ১৪৯, মোট রেকর্ড ২৭৩ কেজি তুলে সোনা জিতেছেন বাংলাদেশ আনসারের সাখায়েত হোসেন প্রান্ত। রুপা জয়ের পথে বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল ওহাব স্ন্যাচে ১১৫, ক্লিন এন্ড জার্কে ১৪০, মোট ২৫৫ কেজি তুলেছেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আব্দুর রাজ্জাক স্ন্যাচে ১১২, ক্লিন এন্ড জার্কে ১৩০, মোট ২৪২ কেজি তুলে ব্রোঞ্জ জিতেছেন।