গাজীপুরে টয়লেটের সেপটিক ট্যাংকি থেকে নিখোঁজ তিন বছরের এক শিশুর লাশ সোমবার উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম- শান্ত (৩)। সে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরম সলন্দ উত্তর নয়াপাড়া এলাকার সাদেক আলীর ছেলে।
জয়দেবপুর থানার ওসি মামুন আল রশীদ জানান, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার (বানিয়ারচালা) এলাকার আতাব উদ্দিন মুন্সীর বাড়িতে স্বপরিবারে ভাড়া থেকে চটপটি বিক্রি করেন সাদেক আলী। রবিবার বিকেলে শান্তকে বাড়ি রেখে তার মা পাশের বাসায় যান। এসময় শান্ত বাসার সামনে খেলা করছিল। তিনি ফিরে এসে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। ছেলের সন্ধান না পেয়ে জয়দেবপুর থানায় জিডি করে তার পরিবার। সোমবার সকালে বাড়ির পাশের টয়লেটের পরিত্যাক্ত একটি সেপটিক ট্যাংকের পুরাতন টিনের ঢাকনা সরিয়ে শান্তর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় শান্ত ওই সেপটিক ট্যাংকি পড়ে মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।