মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে উৎসবমুখর ছিল শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গণ। ফুলের শ্রদ্ধায় মুখরিত ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ফুল নিয়ে জড়ো হয় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সামনে। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর পরই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। শ্রীমঙ্গলে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন, জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এরপর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শ্রীমঙ্গল মুক্তিযুদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ, শ্রীমঙ্গল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, শ্রীমঙ্গল অফিসার ক্লাব সহ বিভিন্ন সংগঠন। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর লোগো উন্মোচন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন হাতে নেয়া হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, বঙ্গবন্ধুর জন্যই বাংলাদেশের জন্ম হয়েছে। বহু নির্যাতন-নিপীড়ন লাঞ্ছনা-বঞ্চনা সহ্য করে স্বাধীনতা যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই দেশ স্বাধীন করেছে। আজ জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করতে পেরে বাঙালি জাতি আনন্দিত। তিনি বলেন, কোন অপশক্তি বাঙালি জাতির হৃদয় থেকে বঙ্গবন্ধুর নাম মুছতে পারবেনা। বঙ্গবন্ধুর আদর্শে দেশ এগিয়ে যাবে উন্নতির শিখরে।

তিমির বনিক,মৌলভীবাজার জেলা সংবাদদাতা।