গাজীপুরে দিনে দুপুরে বাড়ির মালিক এক দম্পতির হাত-পা, চোখ ও মুখ বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে কয়েক সশস্ত্র ব্যক্তি। শনিবার বেলা আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর সদর থানাধীন বাহাদুরপুর হাজী মার্কেট এলাকার আবুল হাশেমের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

বাড়ির মালিক আবুল হাশেমসহ স্থানীয়রা জানান, নির্মাণাধীন নিজ ভবনের দ্বিতীয় তলায় স্বপরিবারে থাকেন দলিল লিখক আবুল হাশেম (৫৩)। শনিবার বেলা আড়াইটার দিকে দুপুরের খাবার খাওয়ার সময় বাড়ি ভাড়ার কথা বলে চার ব্যক্তি হঠাৎ ঘরে প্রবেশ করে। তারা পিস্তল উঁচিয়ে ভয় দেখিয়ে গৃহকর্তা হাশেম ও গৃহকর্তৃ পারভীন আক্তারকে জিম্মি করে ডাইনিং রুমে নিয়ে আটক করে। এসময় হাত-পা, চোখ ও মুখ বেঁধে ওই দম্পতিকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখে দুর্বৃত্তরা। পরে চাবি নিয়ে আলমারি থেকে প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ প্রায় আড়াই লাখ টাকা লুট করে একটি প্রাইভেটকার যোগে পালিয়ে যায় তারা। পরে ওই দম্পতির ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের বাঁধন খুলে দেন। দুর্বৃত্তদের একজনের মুখে রুমাল বাঁধা ছিল। ঘটনার সময় বাড়ির নির্মাণ শ্রমিকরা খাবার খেতে নিজেদের বাড়ি গিয়েছিল।

জিএমপি’র সদও থানার ওসি রফিকুল ইসলাম জানান, দস্যুতার খবর বিকেলে পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ওই বাড়ির পার্শ্ববর্তী এক প্রতিষ্ঠাণের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজ থেকে দুর্বৃত্তদের সনাক্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।