দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৮ জন। এর দুই মাস আগে সর্বশেষ ১০ জানুয়ারি এক দিনে ১ হাজার ৭১ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আাক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ১ হাজার ২৬৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জনের করোনা শনাক্ত হয়। আর মারা যায় ৮ হাজার ৪৯৬ জন। করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। আর গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ।