গাজীপুরে রবিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে অন্ততঃ ১০টি কলোনীর প্রায় দু’শ কক্ষ মালামালসহ পুড়েছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নেভাতে মধ্যরাত পর্যন্ত ড্যাম্পিংয়ের কাজ করছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি বাইমাইল এলাকার সফিকুল ইসলামের জমি ভাড়া নিয়ে কয়েক ব্যাক্তি পাশাপাশি গড়ে তুলেন টিন সেডের প্রায় ২০টি কলোনী। স্বল্প আয়ের লোকজন এসব কলোনীর ছোট কক্ষগুলোতে বসবাস করেন। রবিবার রাত আটটার দিকে হুমায়ুনের কলোনীতে হঠাৎ আগুনের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন পার্শ্ববর্তী কলোনীগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, রাত সোয়া ১০টার দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর ষ্টেশনের ৩টি, ডিবিএল ষ্টেশনের ১টি ও কালিয়াকৈর ষ্টেশনের ২টিসহ মোট ৬টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টার পর রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে তারা গভীররাত পর্যন্ত (প্রায় ১টা) ড্যাম্পিংয়ের কাজ করেন। অগ্নিকান্ডে অন্ততঃ ১০টি কলোনীর দু’শ কক্ষ মালামালসহ পুড়েছে ও ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা সম্ভব হয়নি।