নোয়াখালীর সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মমভাবে গুলি করে হত্যা করার প্রতিবাদে লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঐ উপজেলা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনে মুজাক্কিরের হত্যাকারীকে দ্রুত গ্রেফতার ও বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাধারন সম্পাদক নুরল হক, সাবেক সম্পাদক সাংবাদিক কাজী আলতাব হোসেন, মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার সাধারন সম্পাদক আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবে সভাপতি এসএম আলতাফ হোসেন সুমন, সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সহ সভাপতি নজরুল ইসলাম, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন খাঁন, নিউজ বিজয়ের সম্পাদক ফারুক হোসেন নিশাত, সকালের সময় পত্রিকার প্রতিনিধি আসাদ হোসেন রিফাত, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি রকিবুল হাসান রিপন, দৈনিক আমাদের সময় হাতীবান্ধা উপজেলা প্রতিনিধি নুরনবী সরকার, সাাংবাদিক রহিম, লুুুৎফর রহমান, শাহিনুর ইসলাম প্রান্ত, মিজানুর রহমান মিজান, মাহির উদ্দিন, সিরাজ, শাহিন প্রমুখ।