আজ রাতে দেশে আসছে ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে দ্বিতীয় চালানের ২০ লাখ ডোজ করোনা টিকা। ভ্যাকসিনের ৩ কোটি ডোজের দ্বিতীয় চালান এটি। সোমবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
গত ২৫ জানুয়ারি দেশে ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে কেনা অক্সফোর্ডের ৫০ লাখ করোনার টিকার চালান আসে। তার আগে ২০ লাখ ডোজ টিকা ঢাকায় এলেও সেটি ছিল বাংলাদেশকে দেওয়া ভারত সরকারের উপহার।
৭ ফেব্রুয়ারি দেশে গণটিকা কার্যক্রম শুরু হয়। এর আগে ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ছাড়া প্রতিদিনই টিকাদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
এছাড়া শনিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচির ১২ দিন পার হয়েছে। এই সময়ে সারাদেশে ২০ লাখ ৮২ হাজার ৮৭৭ জন টিকা নিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের এসআইএস থেকে এ তথ্য জানানো হয়েছে।