গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে বুধবার এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম ফজল সর্দার (৫৫)। তিনি কালিয়াকৈর উপজেলার রশীদপুর নামাপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

কালিয়াকৈর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব চক্রবর্তী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কালিয়াকৈরের রশীদপুর নামাপাড়া এলাকার একখন্ড জমির দখল নিয়ে স্থানীয় ফজল সর্দারের সঙ্গে একই গ্রামের আহাদুর আলীর ছেলে সোলাইমানের মামলা মোকদ্দমাসহ নানা বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে বুধবার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে সেলাইমানের এলোপাতাড়ি লাঠির আঘাতে ফজল সর্দার মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ফজল সর্দারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।