সময় বড়োই বলবান
সময়ের ফেরে রাজা হয়ে দীন
হারিয়ে বৈভব , হয়ে অতি হীন।
পথে পথে ভিক্ষা চান !
সময় বড়োই বলবান
সময়ের ফেরে ভিখারী হয় আমীর
হয় যশ-ঐশ্বর্যধারী টাকার কুমির।
সবে করে তার জয়গান।
সময় বড়োই বলবান
সময়ের ফেরে মানী হয়ে অপমান
হারিয়ে মর্যাদা,হারিয়ে মান-সম্মান।
প্রতি পদে লজ্জা পান।
সময় বড়োই বলবান
সময়ের ফেরে মহাবীর -মহারথী
হয়ে পরাজিত ঘটে অতি দুর্গতি।
বেঘোরে হারান প্রাণ।
সময় বড়োই বলবান
সময়ের ফেরে সত্যবাদীর সত্য নাশে
মিথ্যুক-প্রতারক হন সময়ের পরিহাসে।
ঈমানদার হারান জবান।