মাদক বহনকারী ট্রাকের পিছু নেওয়া র্যাব-১’র এক সদস্যকে পিষ্ট করে রবিবার হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপারসহ মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে।
নিহতের নাম- মোঃ ইদ্রিস মোল্লা (২৮)। তার বাড়ি মানিকগঞ্জের ঘিওর থানার কেল্লাই গ্রামে। পুলিশের কনস্টেবল ইদ্রিস মোল্লা ২০১৯ সালের ৩০ মে প্রেষনে র্যাব-এ যোগদান করেন।
র্যাব-১ সূত্রে জানা গেছে, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুরের টঙ্গী হতে মাদক ব্যবসায়ীরা ট্রাক যোগে ৩০ কেজি গাঁজার একটি চালান শ্রীপুরের মাওনা হয়ে ময়মনসিংহের দিকে নিয়ে যাচ্ছে। এ গোপন সংবাদ পেয়ে গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় র্যাব-১’র ক্যাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করে র্যাব সদস্যরা। সকাল সাড়ে ৬টার দিকে মাদক বহনকারী ট্রাকটি চেকপোষ্টে এসে পৌছলে ট্রাকটিকে থামার জন্য সিগন্যাল দেয় র্যাব সদস্যরা। কিন্তু র্যাবের সিগন্যাল অমান্য করে ট্রাকটি ময়মনসিংহের দিকে যেতে থাকে। এসময় র্যাবের সিনিয়র ডিএডি মোঃ গোলাম মোস্তফা ও কনস্টেবল ইদ্রিস মোল্লা মোটর সাইকেল নিয়ে ট্রাকটির পিছু নিয়ে ধাওয়া করতে থাকে।
পিছু নেওয়া র্যাব সদস্যরা গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় পৌছলে মাদক ব্যবসায়ীরা চলন্ত ট্রাক থেকে পিছু নেওয়া র্যাব সদস্যদের মোটরসাইকেলের সামনে গাঁজার একটি বস্তা ফেলে পালিয়ে যেতে থাকে। এসময় মোটর সাইকেলের পেছনে বসা ডিএডি মোঃ গোলাম মোস্তফা সেখানে নেমে ফেলে দেওয়া গাঁজার বস্তা উদ্ধার করে ঘটনাস্থলে অবস্থান করতে থাকেন। অপর র্যাব সদস্য ইদ্রিস মোল্লা মোটর সাইকেল নিয়ে ট্রাকটির পেছনে ধাওয়া করতে থাকেন। তিনি গাজীপুর জেলা সীমান্ত অতিক্রম করে ময়মনসিংহের ভালুকা থানা এলাকার কোকাকোলা ফ্যাক্টরীর কাছে গিয়ে ট্রাকটির গতিরোধ করেন। এসময় মাদক বহনকারী ট্রাকটি র্যাব সদস্য ইদ্রিস মোল্লাকে মোটর সাইকেলসহ চাপা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই নিহত হন র্যাব সদস্য ইদ্রিস মোল্লা। এ ঘটনায় তার মোটর সাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত ঘাতক ট্রাকটিকে সিডষ্টোর এলাকায় ফেলে রেখে চালক ও হেলপারসহ মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। র্যাব সদস্যরা সেখান থেকে ট্রাকটিকে পরিত্যাক্ত অবস্থায় আটক করে। এ ঘটনায় ভালুকা থানায় মামলা দায়ের করা হয়েছে।