গাজীপুরে একটি বহুতল মার্কেটের চাইনিজ রেষ্টুরেন্টে শনিবার অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। আগুনে ওই মার্কেটের একটি চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় নেভাতে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল হামিদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি বাসস্ট্যা- এলাকার এক্সিলেন্ট সুপার সপ নামের একটি বহুতল মার্কেটের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলায় এক্সিলেন্ট রেষ্টুরেন্ট নামের একটি চাইনিজ রেষ্টুরেন্ট রয়েছে। শনিবার ভোর সোয় ৪টার দিকে ছয়তলা বিশিষ্ট ওই ভবনের ৪র্থ তলায় আগুনের সূত্রাপাত হয়। আগুন মুহুর্তেই ভবনের ৫ম তলায় ও ছাদে (৬ষ্ঠ তলা) টিনশেডের তৈরী ওই রেষ্টুরেন্টে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। ভবনের গেইট তালাবদ্ধ থাকায় স্থানীয়রা আগুন নেভাতে গিয়ে ব্যার্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডিবিএল, গাজীপুর ও কালিয়াকৈর ষ্টেশনের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে। এসময় ঢাকার ১টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তারা প্রায় সাড়ে ৩ঘন্টার চেষ্টার পর সকাল পৌণে ৮টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। পানি সংকটের কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হয়। আগুনে মালামালসহ ওই চাইনিজ রেষ্টুরেন্ট পুড়ে যায় ও ক্ষতিগ্রস্থ হয়। অগ্নিকান্ডের এঘটনা কোন হতাহত হয়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায় নি।