গাজীপুরে দুস্থ্য ও অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ‘গাজীপুর সিটি মেয়র মোঃ জাহাঙ্গীর আলম দাতব্য প্রতিষ্ঠাণের’ উদ্যোগে শুক্রবার জুম্মার নামাজের পর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে সহ¯্রাধিক দুস্থ্য ও অসহায় শীতার্থদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম অনুষ্ঠাণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হানিফ, জয়দেবপুর বাজার সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের সাবেক ভিপি বারিউল সিদ্দিকীসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।