চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নগরীর ১৯নং ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বিএনপির কর্মী সমর্থকরা হামলা ও ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ১৯নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়ার স্ত্রী শান্তার নেতৃত্বে অন্যান্য মহিলা নেতাকর্মীরা নৌকা ও মিষ্টি কুমড়ার প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে জড়ো হয়।
এ সময় ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসুর স্ত্রী রানীর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন মহিলা ও ৮ থেকে ১০ জন পুরুষ সমর্থক হামলা ও ভাঙচুর করে। এ ঘটনায় নৌকা সমর্থিত দুজন আহত হন। আহতরা হলেন- নুরুল আলম মিয়ার স্ত্রী শান্তা (৩৫) ও তার ভাইয়ের স্ত্রী ইসরাত জাহান (৩৩)।
হামলাকারীরা আওয়ামী লীগ সমর্থিত নুরুল আলম মিয়ার নির্বাচনী অফিসের ভেতরে ঢুকে নৌকার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে।