গাজীপুরে অবৈধভাবে গড়ে ওঠা ৬টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। এসময় আদালত ওই ইটভাটাগুলোকে মোট ৩২ লাখ টাকা জরিমানা করেছে এবং সেগুলো বন্ধের নির্দেশ দিয়েছে। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ রবিবার বিকেল পর্যন্ত কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি, গোয়াল বাথান ও দড়বাড়িয়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রবিবার কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি, গোয়াল বাথান ও দড়বাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাব, ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালিত করে।
অভিযানকালে বাড়ইবাড়ি এলাকার আব্দুল মালেক সরকারের মালিকানাধীন বড়ইবাড়ী ন্যাশনাল ব্রিকস-১ ও বড়ইবাড়ী ন্যাশনাল ব্রিকস-১, দড়বাড়িয়া এলাকার মেসার্স রায়মা ম্যানুফ্যাকচারিং ব্রিকস, একই এলাকার হাবিবুর রহমানের স্টং ব্রিকস ও লাল মিয়ার মেসার্স ন্যাশনাল ব্রিকসকে লাখ টাকা করে এবং গোয়ালবাথান এলাকার বুলবুল আহমেদের জেবিবি ব্রিকসকে ২ লাখ টাকাসহ মোট ৩২ লাখ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে পানি দিয়ে ওই ইটভাটাগুলোর আগুন নেভানো হয় এবং ভাটাগুলোকে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। আদালত ইটভাটাগুলো বন্ধেরও নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, পরিবেশগত ও অবস্থানগত ছাড়পত্র গ্রহণ ব্যাতিত অবৈধভাবে ইটভাটা প্রতিষ্ঠা করে তা পরিচালনা করে এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর দূষিত ধূয়া ও বর্জ্য অপরিশোধিত অবস্থায় সরাসরি পরিবেশে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় ওই ইটভাটাগুলোকে এ দন্ড দেওয়া হয়।
এসময় গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, দিলরুবা আক্তার ও মমিন ভূঁইয়াসহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অভিযানকালে গাজীপুর র্যাব-১, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।