লালমনিরহাটে তিস্তা নদীর সার্বিক ব্যাবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বাস্তবায়ন এবং তিন বিঘা এক্সপ্রেস চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারী) সকালে জেলা শহরের মিশনমোর চত্বরে সুশাসনের জন্য নাগরিক, নদী বাঁচাও আন্দোলন ও অন্যান্য সামাজিক সংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গেড়িলা লিডার শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমান আরা শাপলা, সিনিয়র সাংবাদিক আব্দুর রব সুজন, আইয়ূব আলী বসুনিয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশিকুর রহমান ডিফেন্স প্রমুখ।