আজ সকালে আসন্ন মুক্তাগাছা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে উপজেলা নির্বাচন অফিসে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

নির্বাচনে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।’

মুক্তাগাছা পৌরসভার নির্বাচনে ৩৯হাজার ৫৯৯ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ১৯ হাজার ৫৮৫ জন এবং নারী ২০ হাজার ১৪ জন।১৭ টি ভোটকেন্দ্রে আগামী ১৬ জানুয়ারী বেলটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বিল্লাল হোসেন সরকার (নৌকা),বিএনপি মনোনীত শহিদুল হক (ধানের শীষ), বিএনপির বিদ্রোহী প্রার্থী ভুলু (নারকেল গাছ) স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম (মোবাইল), এবং স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান লেলিন (জগ) প্রতিকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মেয়র প্রার্থী দেবাশীষ ঘোষ বাপ্পী তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে প্রার্থীদের নির্দেশনা দেন।