গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে ‘চেতনায় স্বাধীনতা’ ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক ড. বেনজির আহমেদ ভার্চুয়ালি এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, আমাদের জাতিসত্তার মূল চালিকা শক্তি মুক্তিযুদ্ধের চেতনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিসত্তার পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছিলেন। আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে তুলে ধরতে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি মোঃ হাবিবুর রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন।
পুলিশ সুপার শামসুন্নাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির ও গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম।
আইজিপি আরো বলেন, ১৯৫২ থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি সংগ্রামে অগণিত মানুষ আত্মত্যাগ করেছেন। বাংলাদেশ এখন উন্নয়নের আদর্শ হিসেবে পরিগণিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুততালে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ‘চেতনায় স্বাধীনতা’ স্মারক ভাস্কর্যটি নৌকার আদলে তৈরী করা হয়েছে। এর মাঝখানে মূল বেদীতে সবার উপরে ব্রোঞ্জের তৈরী ভাস্কর্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, নীচে দুই সারিতে জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম. মুনসুর আলী ও শহীদ এএইচএম কামরুজ্জামানের প্রতিকৃতি রয়েছে। দৃষ্টিনন্দন এ ভাস্কর্যটির দুই পার্শ্বে চারটি করে মোট আটটি সচিত্র ফলক রয়েছে। যাতে ৫২, ৫৪, ৫৬, ৫৮, ৬২ ৬৬, ৬৯, ৭০,৭১-এর মহান মুক্তিযুদ্ধ প্রতিফলিত হয়েছে।