গাজীপুরে গাড়ি চাপা দিয়ে পোশাক কর্মী এক নারীকে হত্যার ঘটনার প্রায় ৬ মাস পর ওই গাড়ির অজ্ঞাত চালককে শনাক্ত করে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার প্রায় ৬মাস পর অজ্ঞাত চালককে শনাক্ত করে হত্যার রহস্য উম্মোচন করেছে পিবিআই। রবিবার বিকেলে গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতের নাম মোঃ হাফিজুর রহমান ওরফে হৃদয় (২৪)। সে পাবনা জেলার ভাঙ্গুরা থানার কৈডাঙ্গা বাজার এলাকার মোঃ জুলহাসের ছেলে।
পিবিআই এর পুলিশ সুপার জানান, গত ২৪ জুন আব্দুল্লাহপুর থেকে বেপরোয়াগতিতে ময়মনসিংহের সুশম দুর্গাপুর যাওয়ার পথে একটি ড্রাম ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন কুনিয়া তারগাছ গার্মেন্টস কর্মী জেসমিনকে (২৫) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। রংপুরের কাউনিয়া থানার শান্তা বাজার এলাকার মানিক মিয়ার স্ত্রী জেসমিন স্থানীয় কুনিয়া তারগাছ এলাকার মিজুর বাড়িতে ভাড়া থাকতেন। এ ঘটনার পর চালক ট্রাকটি সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। এঘটনায় পরদিন নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে গাছা থানায় মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে “চূড়ান্ত রিপোর্ট সত্য” দাখিল করলে বিজ্ঞ আদালত স্ব-প্রনোদিত হয়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআই গাজীপুরকে আদেশ প্রদান করেন। এরপ্রেক্ষিতে পিবিআই’র তদন্ত কর্মকর্তা ওই ঘাতক ড্রাম ট্রাকটির অজ্ঞাতনামা চালককে সনাক্ত করেন। শনিবার গোপন তথ্যের ভিত্তিতে তাকে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এরপ্রেক্ষিতে ঘটনার প্রায় ৬মাস পর চাঞ্চল্যকর জেসমিন হত্যার রহস্য উন্মোচন হয়েছে।