নানান আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অনলাইন নিউজ পোর্টাল নিউজ বিজয়ের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এক আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলা প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভার আয়োজন করেন নিউজ বিজয় পরিবার। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়।
নিউজ বিজয় অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক ফারুক হোসেন নিশাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল আলম।
এ সময় বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী আলতাব, প্রেসক্লাব সম্পাদক ও দৈনিক ভোরের পাতার হাতীবান্ধা প্রতিনিধি নূরল হক, মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট এর সাধারণ সম্পাদক ও দৈনিক মানব কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউনুস আলী।
এতে আরও উপস্থিত ছিলেন, যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান দুলাল, হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এ,এস,এম আলতাফ হোসাইন সুমন, দৈনিক আলোকিত বাংলাদেশ উপজেলা প্রতিনিধি কাজী শাহ্ আলম, মোহনা টিভির জেলা প্রতিনিধি শাহরুফ সুমন, রংপুর টাইমস এর প্রকাশক রবিউল হাসান, বাংলাদেশের খবরের উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম রিকো, কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদ, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রিপন, আজকালের খবর উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম রবি, নিউজ লাইভ টিভির উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম, সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি আসাদ হোসাইন রিফাত, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান প্রমুখ।