করোনা মহামারী কালে ও শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারি নির্দেশ আমান্য করে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়র অভিযোগে এক অধ্যক্ষকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্র্যাম্যমান আদালত। সোমবার গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল জাকী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দন্ডপ্রাপ্তের নাম মো. কাইয়ুম সরকার। তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ।
গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান, প্রাণঘাতী করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশে দেশের সকল স্কুল-কলেজে ক্লাশ ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। তাছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার স্কুল-কলেজ বন্ধ। অথচ সরকারী এসব নির্দেশ অমান্য করে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ সোমবার সকালে ওই স্কুলের প্রধান গেইট বন্ধ করে পেছনের গেট দিয়ে বিভিন্ন ক্লাশের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে স্কুলে হাজির করে তাদের পরীক্ষা নিচ্ছিল। এ অভিযোগ পেয়ে দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা জব্দ করা হয়। পরে আদালত অভিযুক্ত অধ্যক্ষ মো. কাইয়ুম সরকারকে ১০দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেন। অভিযানকালে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।