ফাইজার ও বায়োএনটেকের কোভিড-১৯ টিকা উন্নয়নের সঙ্গে সম্পর্কিত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। বায়োএনটেক বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ইউরোপের নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সিতে (ইএমএ) এই সাইবার হামলার ঘটনা ঘটেছে। খবর আনাদোলু এজেন্সির। জার্মান সংস্থা বায়োএনটেক বলছে, ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিতে (ইএমএ) সাইবার হামলা হয়েছে। ইএমএ’র সার্ভারে টিকাকরণ এবং টিকার ছাড়পত্র সংক্রান্ত বিভিন্ন নথি রয়েছে। সেই সব তথ্য বেহাত হওয়া নিয়ে উদ্বেগে রয়েছে ফাইজার ও বায়োএনটেক।

ফাইজার এক বিবৃতিতে জানিয়েছে, বায়োএনটেক এবং ফাইজারের কোনও তথ্য এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়নি। কিন্তু ব্যক্তিগত কোনও তথ্য হাতিয়ে নেয়া হয়েছে কি না সে ব্যাপারে আমরা নিশ্চিত নই। আমরা ইএমএ’র তদন্তের জন্য অপেক্ষা করছি। করোনা টিকা সংক্রান্ত বিভিন্ন কাজের তত্ত্বাবধান করছে ইএমএ। টিকার ছাড়পত্র দেয়া, ডোজ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ করে সংস্থাটি। সংস্থাটি হ্যাকিংয়ের কথা স্বীকার করলেও কখন, কিভাবে এই এটা হয়েছে সে ব্যাপারে কিছু নিশ্চিত করতে পারেনি। ঘটনা তদন্তের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সাহায্য নেয়া হচ্ছে বলেও জানিয়েছে ইএমএ।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ব্রিটেনে ফাইজারের করোনা টিকার প্রয়োগ শুরু হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসাবে সেখানে করোনা টিকা দিচ্ছে ফাইজার এবং বায়োএনটেক। এমতাবস্থায় টিকা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস হলে সমস্যায় পড়তে হতে পারে ফাইজারকে।