ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ধন্যবাদ জানিয়ে দেশটির পতাকা টাঙানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি আততায়ী হামলায় নিহত হওয়া ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের সঙ্গে নজিরবিহীন এই পদক্ষেপের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর আল আরাবিয়ার।
ইরানের সুপরিচিত একজন সোশ্যাল মিডিয়া কর্মী যিনি ভাহিদ অনলাইন ছদ্মনাম ব্যবহার করেন, ওই দুটি ছবি ও একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, তেহরানে পায়ে হেঁটে চলা একটি ব্রিজে ইসরায়েলি পতাকা সাটানো হয়েছে। ভাহিদ অনলাইন বলছে, তেহরানের তেহরানপার্স এরিয়া থেকে এই ছবি তোলা হয়েছে বলে ছবিগুলো যারা পাঠিয়েছে তারা দাবি করেছে।
ইসরায়েলি ওই পতাকার সঙ্গে ইংরেজি ভাষায় একটি ব্যানারও লেখা ছিল। সেখানে বলা হয়, ‘থ্যাংক ইউ মোসাদ’। ইরানের কর্তৃপক্ষ দুঃসাহসী এই পদক্ষেপের বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে সম্প্রতি ইরানি পরমাণু বিজ্ঞানীর হত্যাকাণ্ডের সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা মনে করতো যে, ইরানের সামরিক কর্মসূচির মূল স্থপতি হচ্ছেন ফাখরিজাদে। গত ২৭ নভেম্বর তেহরানের কাছে একটি আততায়ী হামলায় তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। তবে ইসরায়েল এই হত্যাকাণ্ড নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।