যথাযোগ্য মর্যাদায় সংবিধান সংরক্ষণ দিবস পালন করেছে মাদারীপুর জেলা জাতীয় পার্টি। দিবসটি উপলক্ষে গত ৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় শহরের ডিসি ব্রিজ এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে । এতে মাদারীপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মুহিদুল ইসলাম মুহিদ হাওলাদার এর সভাপতিত্বে ও সদর উপজেলা কমিটির আহবায়ক গোলাম হোসেন বাদল হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব লিয়াকত খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির প্রধান সমন্বয়কারী বেলায়েত হোসেন টেনু মোল্লা ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাংগঠনিক সম্পাদক আজীম সিকদার । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য সচিব খোকন তালুকদার , উপজেলা কমিটির সদস্য কাজী আব্দুল জলিলসহ জেলা জাতীয় পার্টি এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাবরীন জেরীন,মাদারীপুর।