গাজীপুরে বুধবার ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের এক সোর্স নিহত হয়েছে। নিহতের নাম মামুন (৪০)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মিরখালী গ্রামের আতাউর রহমানের ছেলে।
জিএমপির বাসন থানার এসআই মোস্তফা কামাল জানান, বুধবার ভোরে গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানী এলাকার সিয়াম সিএনজি ফিলিং ষ্টেশনের সংলগ্ন জয়দেবপুর-চৌরাস্তা সড়কের পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহতের বুক, পেট, পিঠ ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ভোররাতে ছিনতাইকারীরা মামুনকে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিহতের স্ত্রী রুবিনা আক্তার জানান, দুইসন্তানের জনক মামুন স্বপরিবারে ঢাকার শনির আখরা এলাকায় বসবাস করেন। তিনি গাজীপুরে পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।