লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মোস্তফা সেলিম বেঙ্গলের হাতে হাত রেখে জাকের পার্টির শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যার পরে উপজেলার মেডিকেল মোড়স্থ বেঙ্গল কোম্পানিতে এ যোগদান অনুষ্ঠিত হয়।
উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ শতাধিক নেতাকর্মী কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও হাতীবান্ধা-পাটগ্রাম নির্বাচনী এলাকার জাপার সম্ভাব্য প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গলের হাতে হাত রেখে যোগদান করেন।
হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আরিফ শাহরিয়ার সিজার, সাংগঠনিক সম্পাদক কে,এম শরিফুল ইসলাম রুবেল, সহসভাপতি ইঞ্জিনিয়ার সরওয়ার হোসেন মন্ডন, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্য আহম্মেদ আলী, তাজিরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক আনারুল ইসলাম, ডাউয়াবাড়ী ইউনিয়ন জাপার সভাপতি ও উপজেলা কমিটির অর্থ সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা যুব সংগতির আহবায়ক জমসের আলী, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি রাসেল উদ্দিন, উপজেলা শ্রমিক পার্টির সভাপতি নজরুল ইসলাম নজুসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সদস্য আহম্মেদ আলীর সার্বিক প্রচেষ্টায় জাকের পার্টির নেতাকর্মীরা জাপায় যোগদান করেন।