করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩১ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৬৬৭৫ জনে। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৫১৩ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হয় ২৭ লাখ ৮৮ হাজার ২০২টি।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২৩ জন, চট্টগ্রামের পাঁচজন, রাজশাহীর একজন, সিলেটের একজন ও ময়মনসিংহের একজন।
এ পর্যন্ত মোট মারা গেছে ৬ হাজার ৬৭৫ জন। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ১১৬ জন (৭৬ দশমিক ৬৪ শতাংশ) ও নারী এক হাজার ৫৫৯ জন (২৩ দশমিক শূন্য ৩৬ শতাংশ)।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।