নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজর তিন দিনেও খোঁজ মেলেনি নিশা খাতুন (২০) নামের এইচ.এস.সি পড়ুয়া এক কলেজ শিক্ষার্থীর। গত মঙ্গলবার সকাল থেকে ওই কলেজ শিক্ষার্থীর খবর মিলছেনা বলে পরিবার সূত্রে জানা যায়। এব্যাপারে বাগাতিপাড়া থানায় সাধারণ ডায়েরী করেছে শিক্ষার্থীর বাবা।
পরিবার ও সাধারণ ডায়েরী সুত্রে জানা যায়, উপজেলার কাঁকফো নতুন পাড়া গ্রামের আব্দুল আলীম এর মেয়ে মোছাঃ নিশা খাতুন (২০)। সে তমালতলা মহিলা কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নিশি গত সোমবার ১৬ নভেম্বর নিজ বাড়ি থেকে সকাল অনুমানিক ১১ টার দিকে তমালতলা বাজারে প্রয়োজনীয় জিনিস পত্র কেনার উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফেরেনি। তার বাবা নিজ এলাকা সহ আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করেও কোন সন্ধান পাননি। বিষয়টি পরদিন মঙ্গলবার বিকালে বাগাতিপাড়া থানায় সাধারণ ডায়েরী করেন শিক্ষার্থীর বাবা আব্দুল আলীম। ওই শিক্ষার্থীর গায়ের রং শ্যামলা,উচ্চতা ৫ ফুট, বাড়ি থেকে বের হওয়ার সময় পরনে নীল রং এর বোরখা পরিহিত ছিল। শিক্ষার্থীর সন্ধান পেলে বাগাতিপাড়া মডেল থানায় যোগাযোগের জন্য অনুরোধ জানান শিক্ষার্থীর পিতা আব্দুল আলীম।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, কলেজ শিক্ষার্থীর সন্ধানে থনা পুলিশ চেষ্টা চালাচ্ছে।
মোঃ মাজহারুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি: